হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ছয় দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়।
জেলা সমাজসেবা উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল। এ সময় বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, শহর সমাজসেবা (রেজি: কর্মকর্তা) মিজানুর রহমান মল্লিক, জেলা হিজড়া নেতা মৌ খাতুন প্রমুখ।
সভায় জানানো হয়, হিজড়াদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এতে ৩০ জন হিজড়া অংশ নেয়। এর আগে একই বিষয়ের ওপর ১২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।