Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

হাতীবান্ধা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে আমিনুর রহমান (৩০) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আমিনুর রহমান উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে উভয় দেশের সীমান্তের ৮৮৮ নম্বর প্রধান এবং ২ ও ৩ নম্বর উপপিলারের বাংলাদেশি সীমান্তবর্তী এলাকা দোলাপাড়া হয়ে ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতের বারোঘরিয়া সীমান্তে যান আমিনুর রহমানসহ তিন-চারজন। এ সময় 
ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের অমৃত ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আমিনুর রহমানকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

আমিনুরের মা শাপলা বেগম দাবি করেন, গতকাল রোববার রাতে আমিনুর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর কয়েকজন লোক তাঁকে ডেকে নিয়ে যায়। পরে আর রাতে বাড়ি ফেরেননি তিনি। সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন আমিনুরকে আটক করে নিয়ে গেছে বিএসএফ।

বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম বলেন, ‘সীমান্ত থেকে আমিনুর রহমানকে বিএসএফ আটক করে নিয়ে গেছে। তাঁর পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানিয়েছে।’

এ বিষয়ে বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ‘ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জেনেছি।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘আমিনুর রহমান ভারতের ভেতরে গেলে বিএসএফ তাঁকে আটক করে। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।’

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু