দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পূর্ণভবা নদীর তেলমাখা ঘাটে এ ঘটনা ঘটে।
মৃত মো. নাঈম হাসান (১৫) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম হাসানসহ ৪ বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। নদীতে ডুব দিলে নাইম হাসান আর ওঠেনি। তার সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করেও পায়নি। খবর পেয়ে এলাকাবাসী এসে প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজি করে। পরে নদীতে জাল ফেললে এতে তার মরদেহ আটকে যায়।
কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু কুমার রায় বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। স্বজনদের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।