Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কালবৈশাখী ঝড়ে ভ্যানচালক সামসুলের পরিবার খোলা আকাশের নিচে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

কালবৈশাখী ঝড়ে ভ্যানচালক সামসুলের পরিবার খোলা আকাশের নিচে

পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন ভ্যানচালক সামসুল হক। গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় তাঁর একমাত্র ঠাঁই টিনের চালার নড়বড়ে ঘরটি। শোয়ার ঘরের টিনের চালা, রান্নাঘরের ছাউনি, বেড়া আর ঘরের আসবাবপত্র ঝড়ের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়। এখন পরিবারের সদস্যসহ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সামসুল। 

গত শুক্রবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর (চণ্ডিপুর) গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সামসুল হকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ঝড়ের পর দিন উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে সামসুল হক লিখিত আবেদন করেছেন। ঝড়ের কবলে বাড়িতে থাকা তাঁর একমাত্র ভ্যানটিও নষ্ট হয়ে যাওয়ায় তাঁর আয়ের পথও বন্ধ হয়ে গেছে। ঝড়ে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাঁথা-বালিশ, বিছানাপত্র রান্নাঘরের জিনিসপত্রসহ খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে। তাঁর বাড়িতে এখন খাবারের চুলাও জ্বলছে না। এ ছাড়া বাড়ির গরু-ছাগল ও হাঁস-মুরগিগুলো রাখার জায়গা না থাকায় অনেকটাই বিপদে পড়েছেন সামসুল। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সামসুল হক আর্থিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। তাঁকে খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে। সরকার থেকে আর্থিক বরাদ্দ আসলে তাঁকে সহযোগিতা করা হবে। 

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি