হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে কুকুরের কামড়ে ১৩ জন আহত, আতঙ্কে এলাকাবাসী

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় এ কুকুরের আক্রমণ করে। এদিকে কুকুরটি কিংবা কুকুরগুলোকে ধরতে শহরে তল্লাশি চালাচ্ছে পৌরসভার কয়েকটি দল।

ভুক্তভোগীরা জানান, রাত ৮টার সময় পঞ্চগড় জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে। শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও ধাক্কামারাসহ বিভিন্ন এলাকায় ১৩ জন মানুষ কুকুরের কামড়ের শিকার হন। তাঁদের পা, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে কুকুরের কামড়ে।

আহতরা হলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম (২৮),  জেলা শহরের মিঠাপুকুর এলাকার আতাউর রহমান (৫৯) ও নজরুল ইসলাম (৫৫), লিচুতলা এলাকার রাজু (৪৫), ডোকরোপাড়া এলাকার কামরুজ্জামান (৫৫), ধাক্কামারা এলাকার আবুল কালাম (৬৬), কামাতপাড়া এলাকার জাবেদ আলী (২৬), মাগুরা খালপাড়া এলাকার নাইম (২২), গলেহা কান্তমনি এলাকার রনি (২৫), জগদল এলাকার ফেরদৌস আলী (২৬), অমরখানা এলাকার আবু মুসা (২২), দোমনি এলাকার আইনুল হক (৬০), দর্জিপাড়া এলাকার সিদ্দিকুল ইসলাম (২১)। 

এ বিষয়ে পঞ্চগড় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ভুক্তভোগীদের বর্ণনা মতে কয়েকটি কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে এভাবেই তাণ্ডব চালাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন পাগলা কুকুরের কামড় খেয়েছেন বলে জানা কুকুরগুলো শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আরও অনেকেই কুকুরের কামড়ের শিকার হতে পারেন। শনাক্ত করে ধরতে পৌরসভার পক্ষ থেকে কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় খোঁজ করছে।

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সেকশন