হোম > সারা দেশ > রংপুর

ছাত্র আন্দোলনে হামলা: হারাগাছ পৌর ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

নুর হাবীব। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুর হাবীবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় হারাগাছ পৌর ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নুর হাবীব হারাগাছ গফুরটারী কলোনি গ্রামের নুরুল হকের ছেলে। তিনি হারাগাছ পৌরসভার কার্য সহকারী পদে কর্মরত ছিলেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর কোতোয়ালি ও হারাগাছ থানা-পুলিশের যৌথ অভিযানে পৌর ভবনে কর্মরত অবস্থায় নুর হাবীবের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, নুর হাবীবকে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আটক করা হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে হারাগাছ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন বলেন, পৌরসভার কার্য সহকারী নুর হাবীবকে গ্রেপ্তারের বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন