কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুর হাবীবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় হারাগাছ পৌর ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নুর হাবীব হারাগাছ গফুরটারী কলোনি গ্রামের নুরুল হকের ছেলে। তিনি হারাগাছ পৌরসভার কার্য সহকারী পদে কর্মরত ছিলেন।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর কোতোয়ালি ও হারাগাছ থানা-পুলিশের যৌথ অভিযানে পৌর ভবনে কর্মরত অবস্থায় নুর হাবীবের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, নুর হাবীবকে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আটক করা হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে হারাগাছ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন বলেন, পৌরসভার কার্য সহকারী নুর হাবীবকে গ্রেপ্তারের বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।