Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক
ঘুষের টাকাসহ আটক পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক পাসপোর্ট আবেদনকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদক কর্মকর্তারা তাঁকে হাতেনাতে আটক করেন।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক করার সময় ফারুক আহমেদের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে দুদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর পাসপোর্ট নবায়নের আবেদনকারী মিরানা মাহজাবিন সরকার নামের এক সেবাগ্রহীতার কাছ থেকে পাসপোর্ট নবায়নের জন্য সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। মিরানা মাহজাবিন ঘটনাটি দুদকে জানান। একই সঙ্গে ফারুক আহমেদের মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করা হয়েছিল, যেখানে ঘুষের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

দুদক সূত্রে আরও জানা গেছে, পরবর্তী সময়ে দুদকের একটি দল ফাঁদ পেতে ফারুক আহমেদকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করে।

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে অগ্নিকাণ্ড, বন বিভাগ ও জেলেদের পাল্টাপাল্টি অভিযোগ