Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, দিনাজপুরে নারীসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি

ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, দিনাজপুরে নারীসহ আটক ২

দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল বুধবার দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন ইসরাত জাহান তিষা ও মো. শাহাদত হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে শেখ জিন্নাহ আল মামুন বলেন, আল আমিন নামে চাকরিপ্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে এলাকাবাসীর সহায়তায় এই দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের গাড়িচালকসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদত হোসেনের সহযোগিতায় চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে সাতজনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ইসরাত জাহানের বিরুদ্ধে।

শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, গত বছরের ১৬ জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে।

মহাসড়কজুড়ে ‘আলপথ’, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি

ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করলেও বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

অনুমোদনহীন ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে অবৈধভাবে বেতন–ভাতা নেন ১১ কর্মকর্তা-কর্মচারী

বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গুলি করে হত্যার ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের ফুলবাড়ীতে জনপ্রিয় মিহিদানা ও ছানার পোলাও

২৫০ শয্যার হাসপাতালে ১০০’র জনবলও নেই

মুক্তিপণ না পেয়ে লালমনিরহাটে অপহৃত শিশুকে হত্যা, আটক ৩

কাউনিয়ায় হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন

মব সহিংসতার অভিযোগ, হয়নি মামলা