Ajker Patrika

গুলি করে হত্যার ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি 
বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ। ছবি: সংগৃহীত
বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদরের ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) লাশ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আল আমিনের লাশ হস্তান্তর করা হয়।

পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন নিহত আল আমিনের বড় ভাই মোস্তফা কামাল। আজ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

গতকাল রাতে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাবান্ধা আইসিপি দিয়ে বিএসএফ আল আমিনের লাশ হস্তান্তর করে। এ সময় বিএসএফের পক্ষে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অনুপম মজুমদার এবং বিজিবির পক্ষে তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত আল আমিনের মরদেহ ফেরত আনার জন্য কূটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠক করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেয় বিএসএফ।

নিহত আল আমিনের বাড়ি পঞ্চগড় সদরের হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত