গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পৌর শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন। ওসি বলেন, চলতি মামলায় আসামি জাকারিয়া পলাতক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল আজকের পত্রিকাকে বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে প্রতিদিন পুলিশের হাতে নেতা-কর্মীরা আটক হচ্ছেন। ভোটের আগে নেতা-কর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্যই তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।