Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ডিমলায় অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলায় অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

নীলফামারীর ডিমলায় অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নবজাতক সুস্থ আছে।

আজ সোমবার সন্ধ্যায় ডিমলা স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদনহীন ক্লিনিকটি সিলগালা করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা। সেই সঙ্গে রোগী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি।

নিহত প্রসূতির নাম তসলিমা আক্তার তুলি (২৩)। তিনি উপজেলার শালহাটি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আসাদের স্ত্রী। গত ৩১ মে সকালে ওই হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়।

হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনেরা বলছে, গত বৃহস্পতিবার রাতে তসলিমা আক্তারকে প্রথম সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিমলা স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনেরা অস্ত্রোপচার না করিয়ে স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করেন। পরদিন শুক্রবার সকালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ডা. রাজু আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন। কিছুক্ষণ পর কন্যা সন্তানের জন্ম দেন তসলিমা। তবে নবজাতক বেঁচে গেলেও রোগীর অবস্থা অবনতি হতে থাকে। একপর্যায়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা বলেন, ‘অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। রোগী মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু