নীলফামারীর ডোমারে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রাকিব হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার সোনারায় ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ডোমার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন কিশোরীর বাবা। রাকিবের বাড়ি সোনারায় ইউনিয়নে।
মামলা থেকে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওয়াজ মাহফিল থেকে একা বাড়ি ফিরছিল এক প্রতিবন্ধী কিশোরী। এ সময় রাকিব তাকে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি প্রকাশ না করলেও অস্বাভাবিক আচরণ করতে থাকে ওই কিশোরী। এতে তার মায়ের সন্দেহ হলে জিজ্ঞাসার একপর্যায়ে সে তার মাকে বিস্তারিত খুলে বলে। ওই কিশোরীর একটি হাত বাঁকা।
ওই ঘটনায় গতকাল রাতে কিশোরীর বাবা ডোমার থানায় রাকিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, রাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা হলে আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নীলফামারীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।