হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে গৃহবধূ হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি 

গৃহবধূ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আদালত থেকে কারাগারে নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে ওসমান আলী (৫২) ও একই এলাকার মেছের আলীর ছেলে রবিউল ইসলাম (৪১)।

মৃত গৃহবধূ দিপালী দেব সিংহ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার পরিমল দেব সিংহের স্ত্রী।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন দিপালী দেব সিংহ। নিখোঁজের তিন দিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দিপালী দেব সিংহের ভাশুর নির্মল দেব সিংহ ওই বছরের ২২ জুলাই ৬ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আলোচিত এ হত্যা মামলাটি দীর্ঘ শুনানি শেষে সোমবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

লালমনিরহাট আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন