Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রংপুর প্রতিনিধি

তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
রংপুরের তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মাজেদুল ইসলাম (৪৪)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পেশায় তিনি ধান ব্যবসায়ী। আহত ব্যক্তি হলেন মোটরসাইকেলের আরেক আরোহী ফারুক। দুর্ঘটনায় হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজীপাড়া গ্রামের ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ৯টার দিকে ব্রাদার্স হিমাগারে কাছাকাছি পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী বদরগঞ্জের পলাশবাড়ী গ্রামের ফারুক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান চালক।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ ব্রাদার্স হিমাগারের পাশে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ব্যবসায়ী মাজেদুল মারা গেছেন এবং আরেক আরোহী ফারুক আহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হচ্ছে।

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু