Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড 

দিনাজপুরে চলতি মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ১ জুন বৃহস্পতিবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনাজপুর আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে বলেন, গত কয়েক দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮-৩৯ ডিগ্রি থাকলেও আজ সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। বাতাসের আর্দ্রতা ২৪ শতাংশ।

এদিকে, তীব্র গরম আর চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। অতিরিক্ত গরম আর অব্যাহত লোডশেডিংয়ে মানুষ কাবু হয়ে পড়েছে। রাস্তায় কমে গেছে মানুষের চলাচল। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানায়।

পথচারী মোমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে যে তাপমাত্রা, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। পাঁচ মিনিট রাস্তায় হাঁটলে মনে হচ্ছে সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। মনে হয় গায়ে আগুন ধরেছে।’

ভ্যানচালক সম্ভু মিয়া বলেন, ‘আল্লাহর গজব পড়িছে ভাই। মনে হছে জাহান্নামের আগুন দুনিয়াত চলি আইছে। এতা গরম তো সহ্য করা যাছে নাই। কিছুদূর পরপর ছিঁয়াত (ছায়ায়) বসি জিরাবা লাগেছে।’

অটোচালক সাজেদুর রহমান বলেন, ‘সূর্য থাকি আগুন ঝরেছে। রাস্তায় তো মানুষজন অনেক কম। ভাড়া ও তেমন নেই কষ্টে আছি।’

দিনাজপুর সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলনে, ‘তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এ অবস্থায় জনসাধারণকে বাইরে চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করা যাবে না। বেশি করে পানি খেতে হবে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বেলায় বিশেষ মনোযোগী হতে হবে। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে