Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সদরের খোঁচাবাড়ি এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার রুবেল রানা (৩০) মৃত্যু হয়।

সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইসমাইল হোসেন (২০), কাউসার আলী (২০) ও মেরাজ (২০) নামে তিন শিক্ষার্থী।

এ সময় সদরের বটতলা বকশেরহাট পাকা রাস্তার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই তিন শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে শহরের শান্তিনগর মহল্লায় বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. শাহিনুর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি সদরের বালিয়ার হাট এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথক তিনটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে