Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের আমতলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পঞ্চগড় জেলার নতুনবস্তি গ্রামের ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা (৩৯) ও ঠাকুরগাঁও শহরের গোবিন্দগড় বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনজুর রহমান। তাঁরা দুজন ঠাকুরগাঁও সুগার মিলের কর্মচারী বলে জানিয়েছেন মিলের জেনারেল ম্যানেজার আবু রায়হান কবির। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঠাকুরগাঁও সুগার মিল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাহবুবা ও মনজুর রহমান। এ সময় মাহবুবাকে মোটরসাইকেলযোগে শহরের বাস টার্মিনালে পৌঁছে দিতে যান মনজুর। শহরের আমতলী মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেন। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জানিয়ে মিলের ইক্ষু উন্নয়ন সহকারী আনোয়ার হোসেন বলেন, দুজন সহকর্মী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় করুণ মৃত্যু হলো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহ সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি