ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী থেকে দুই হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে যাত্রা করেছেন উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের নেতৃত্বে এ শোভাযাত্রা যাত্রা শুরু করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় বিপুল পরিমাণ মোটরসাইকেল ও প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে বাস, কার ও মাইক্রোবাসে নেতা-কর্মীরা যাত্রা শুরু করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল জানান, তাঁরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরের উদ্দেশে যাত্রা করছেন। সুশৃঙ্খলভাবে সেখানে পৌঁছে মহাসমাবেশে যোগ দেবেন।