Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় বহিষ্কার ৮

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় বহিষ্কার ৮

রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর বিএনপি ও যুবদলের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, মধুপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক গোলাম কিবরিয়া।

এ ছাড়া যুবদলের বদরগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমন সরদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক পয়েলকেও বহিষ্কার করা হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতাদের বহিষ্কারের কথা জানানো হয়েছে।

এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদর দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে যুবদলের সুমন ও এমদাদুল পয়েলকে বহিষ্কারের কথা বলা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি ও যুবদলের ওই নেতাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পরিতোষ চক্রবর্তী।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ওই হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু