রংপুরের পীরগাছায় ছাগলের বাচ্চা বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফজিলা বেগম (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ইছলারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা বেগম উপজেলা কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও এক সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজিলা বেগমের একটি ছাগলের বাচ্চা রেল লাইনের ওপর ওঠে। ফজিলা ওই বাচ্চাকে বাঁচাতে গেলে ট্রেনে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ফজিলা বেগম ও ছাগলের বাচ্চাটি মারা যান।
স্থানীয় কৈকুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ছাগলের বাচ্চা বাঁচাতে গিয়ে ফজিলা বেগম মারা গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।