Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

জীবনের শেষ দিনগুলো কুঁড়েঘরে কাটাতে চান সুকোবিবি 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

জীবনের শেষ দিনগুলো কুঁড়েঘরে কাটাতে চান সুকোবিবি 

বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী ছেড়ে গেছেন। প্রায় ১০ বছর ধরে অন্যের বাড়িতে কাজ করে দিনাতিপাত করেন সুকোবিবি (৭২)। যেদিন যার বাড়িতে কাজ করেন, সেখানেই রাত কাটান। জীবনের শেষ সময়ে এসে একটি সরকারি ঘর বরাদ্দ চান তিনি। 

জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাতভিটা গ্রামের টেপু শেখের মেয়ে সুকোবিবি। বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী ছেড়ে চলে যান। এরপর ফিরে আসেন বাবার বাড়িতে। সেখানে ঠাঁই না হওয়ায় পার্শ্ববর্তী বোনের বাড়িতে বসবাস করছিলেন। কিন্তু নানা কারণে এখন আর ঠাঁই হচ্ছে না সেখানে। প্রায় ১০ বছর ধরে রাত কাটান অন্যের বাড়িতে। 

সুকোবিবি বলেন, মানুষের বাড়িতে কাজ করেই আমার দিন কাটে। যেদিন যার বাড়িতে কাজ করি সেদিন সেখানেই রাত কাটাই। যেদিন কাজ থাকে না, সেদিন পড়তে হয় বিপাকে। অনেক রাত কাটিয়েছি অন্যের বাড়ির বারান্দায়। এমনকি বন্যার সময় মানুষের বাড়িতে ঠাঁই না হওয়ায় রাস্তায় থাকা দোকানে রাত কাটিয়েছি। শুধু তাই নয়, মানুষের কাছে চেয়ে চেয়ে খেতে হয়। 

সুকোবিবি আক্ষেপ করে বলেন, বয়স প্রায় ৭০-৭৫ হল। আর কয়দিন বা বাঁচব, যে কয়েক দিন বেঁচে থাকব রাতে একটু শান্তিতে ঘুমাতে চাই। আমার তো জায়গা-জমি, ঘর-বাড়ি কিছুই নেই। শুনেছি সরকার গরিব মানুষদের জন্য ঘর করে দিচ্ছেন। আমার তো কোনো কিছুই নেই। জীবনের শেষ দিনগুলো কুঁড়েঘরে কাটানোর জন্য সহযোগিতা চান। একটি সরকারি ঘর বরাদ্দ চাই। 

সুকোবিবির প্রতিবেশী জয়নাল বলেন, সুকোবিবির কোনো জায়গা-জমি নেই। অত্যন্ত নিরুপায় একজন মানুষ। খুব কষ্ট করে দিন চলে তাঁর। তাই সরকারের কাছে আমাদের দাবি সুকোবিবিকে যেন জায়গাসহ একটা ঘর উপহার দেওয়া হয়। 

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার বলেন, সুকোবিবির বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাঁকে সহযোগিতা করা হবে। 

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি