ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী।
ওসি বলেন, ‘গতকাল রাতের আঁধারে কিসমত সৈয়দপুর গ্রামের চৌধুরী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। খুঁটি থেকে নামানো একটি ট্রান্সফরমারসহ ওই ব্যক্তিকে সকালে মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এখন পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।’
উপজেলার কিসমত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।