Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় নিখোঁজ শিশুর লাশ মিলল সেপটিক ট্যাংকে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নিখোঁজ শিশুর লাশ মিলল সেপটিক ট্যাংকে

গাইবান্ধা সদর উপজেলায় আব্দুল্লাহ মিয়া নামের ৮ মাস বয়সী এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর (নন্দীর ভিটা) গ্রামের মোস্তফা মিয়ার সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মাহাবুর রহমান ও জোসনা বেগম দম্পতির ছেলে। 

স্বজনেরা জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ শিশু আব্দুল্লাহ মিয়া নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে পাশের বাড়ির সেপটিক ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে আব্দুল্লাহ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

শিশুটির বাবা মাহবুবুর রহমান বলেন, ‘আমার শিশুটি হত্যার সঙ্গে কাউকে সন্দেহ করতে পারছি না। আমি কারও সঙ্গে এমন কোনো আচরণ করিনি যে আমার ছেলেকে হত্যা করে তার প্রতিশোধ নেবে। কেউ পূর্বশত্রুতার জেরে এমন কাজ করছে কি না আমি জানি না।’ 

শিশুটির চাচাতো ভাই মুন্না বলেন, ‘আমাদের ধারণা, আব্দুল্লাহকে অপহরণ করা হয়েছিল। কিন্তু সবাই মিলে সব জায়গায় খোঁজাখুঁজি করার কারণে তাকে তারা নিয়ে যেতে পারেনি। তাই হত্যা করে টয়লেটের ভেতরে রেখে গেছে।’ 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে পরিবারের কারও পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় করা হয়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে