Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে মাদক কারবারের অভিযোগে ২ সহযোগীসহ সাবেক চেয়ারম্যান আটক

কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে মাদক কারবারের অভিযোগে ২ সহযোগীসহ সাবেক চেয়ারম্যান আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। 

আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু জাফর। 

সহকারী পরিচালক আবু জাফর বলেন, ‘আটকের সময় তাঁদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন, একটি ১৬০ সিসি মোটরসাইকেল ও দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানা–পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

গ্রেপ্তারকৃতরা হলেন—পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু (৪২), বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের নুরুল ইসলাম (৩৮) ও হাছেন আলী (৪০)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামে নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পরস্পর যোগসাজশে হেরোইন ক্রয়–বিক্রয়ের অভিযোগে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ও বাড়ির মালিক নুরুল ইসলামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। 

ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধ মাদক সেবনের অভিযোগ রয়েছে বলে জানি। তবে আটক ব্যক্তিদের এখনও (রাত ৯ টা) আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’ 

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি