Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বাবার ইচ্ছে পূরণে গরু-মহিষের ১০ গাড়িতে বরযাত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাবার ইচ্ছে পূরণে গরু-মহিষের ১০ গাড়িতে বরযাত্রী

বাবার ইচ্ছা পূরণে ১০টি গরু-মহিষের গাড়িতে চড়ে বিয়ে করলেন নীরব সাব্বীর নামের এক যুবক। গ্রাম এলাকায় এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন দেখে শত শত উৎসুক নারী-পুরুষ সেখানে ভিড় করেছেন। নীরব সাব্বীর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খামার নারায়ণপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে। 

গতকাল শুক্রবার রাতে তার বিয়ে সম্পন্ন হয়েছে একই উপজেলার দুর্গাপুর এলাকার সিরাজুল ইসলামে মেয়ে ইসরাত জাহান এশা আক্তারের সঙ্গে। 

বর নীরব সাব্বীর বলেন, ‘একসময় গ্রামবাংলার মানুষের যাতায়াতের বাহনই ছিল গরু-মহিষের গাড়ি। বাবা ছোট বেলা থেকে বলতেন, বড় হলে আমাকে গরু মহিষের বাহনে চড়িয়ে বর যাত্রী পাঠাবেন। বাবা স্বপ্ন পূরণে তাই ৯টি মহিষের গাড়ি ও ১টি গরুর গাড়ি ব্যবস্থা করে বিয়ে করতে যাই। পরে নববধূকে নিয়ে আবারও একই বাহনে চড়ে বাসায় ফিরি।’

বরের বাবা কুদ্দুস আলী বলেন, ‘আমার স্বপ্ন ছিল ছেলেকে গরু-মহিষের গাড়িতে চড়ে বিয়ে করাব। মহান আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছে।’
 
কনের চাচা জয়নাল আবদিন বলেন, ‘বর এবং তার পরিবারের ইচ্ছানুযায়ী গরু-মহিষের গাড়িতে বরযাত্রী আসার কথা জানালে আমরাও তাদের কথায় সায় দিই। অনেক বছর পর মহিষের গাড়িতে চড়ে বর যাত্রী আসায় খবর শুনে রাস্তায় ও বাড়ির আশেপাশে শত শত মানুষের ঢল নামে।’

গরু-মহিষের গাড়িতে চড়ে বরযাত্রীসহ বিয়ে করতে যাচ্ছেন বর। ছবিটি শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খামার নারায়ণপুর গ্রাম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা বাবার ইচ্ছে পূরণে গরু-মহিষের গাড়িতে চড়ে ছেলের বিয়ে নারায়ণপুর গ্রামে রুহুল আমিন নামের এক স্কুলশিক্ষক বলেন, ‘গরু ও মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার দৃশ্য আগে দেখা যেত। এ সংস্কৃতি একেবারেই বন্ধ হয়ে গেছে। বহু বছর পর এমন দৃশ্য পরিবারসহ দেখলাম। এতে হারানো দিনের কথা মনে পড়ে গেল।’ 

পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘আধুনিক সভ্যতার যুগেও গুরুত্ব ফুরায়নি পুরোনো ঐতিহ্যের এ বাহনটি। গরু মহিষের গাড়িতে চড়ে বিয়ে করাটি সত্যিকার অর্থে প্রশংসনীয়।’ 

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, ‘একসময় গরুর গাড়িতে বিয়ে, বরযাত্রী, পরিবহন, নাইওর আনা-নেওয়া ইত্যাদি হতো খুব জাঁকজমকভাবে। কিন্তু কালের বিবর্তনে সেসব গরু মহিষের গাড়ি এখন বিলীন হয়ে যেতে বসেছে। চিরায়ত বাঙালির এ ঐতিহ্য জিইয়ে রাখতে হলে বিয়ে বা যেকোনো উৎসবের আমেজে গরু ও মহিষের গাড়ি প্রচলন বৃদ্ধি করতে হবে। এভাবেই টিকে থাকবে আমাদের গ্রামবাংলার আবহমান সংস্কৃতি।’

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও