দিনাজপুরের খানসামায় পেশাগত দায়িত্ব পালনের সময় বিদ্যুতায়িত হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ঘাটপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাইনম্যান হাফিজুর রহমান পাশের নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ঝারপাড়ার আনিসুর রহমানের ছেলে।
জানা যায়, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বৈদ্যুতিক পিলারে উঠে খানসামা ও বীরগঞ্জের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন হাফিজুর রহমান ও মোহাম্মদ রফিক। কাজ শেষ হয়ে না নামতেই সহকারী ইঞ্জিনিয়ার বিদ্যুৎ অফিসে কাজ শেষ হয়েছে বলে জানান। পরে বীরগঞ্জ অফিস থেকে সংযোগ দিলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান নিহত হাফিজুল। স্থানীয় জনগণ উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে সংযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে সহকারী ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
বিষয়টি নিশ্চিত করে খানসামা পল্লী বিদ্যুতের এজিএম ইফতেখার আহমেদ বলেন, এ মর্মান্তিক মৃত্যু আসলেই দুঃখজনক। এর সঙ্গে কেউ জড়িত আছে কি না সেটা খতিয়ে দেখা হবে।