Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বরই পাড়তে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বরই পাড়তে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ঠাকুরগাঁও সদরে বরই পাড়তে গিয়ে পুকুরে ডুবে রাজু ইসলাম (১৩) ও কাউসার আলী (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদরের চণ্ডীপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও স্বজনেরা জানান, আজ বিকেল বেলা ৪টার দিকে বাড়ির অদূরে পুকুর পাড়ে বরই পাড়তে যায় চণ্ডীপুর গ্রামের মো. রাজ্জাকের ছেলে রাজু ইসলাম। এ সময় বৃষ্টিতে গাছ ভেজা থাকায় পিছলে পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় তাকে পানিতে ডুবতে দেখে একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাউসার আলী পুকুরে ঝাঁপ দিলে একপর্যায়ে সেও তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ভাসতে দেখে তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া। এ সময় চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম জানান, ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইস উদ্দিন সাজু বলেন, দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় সন্তান হারানো বাবা–মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃত দুই শিশুর লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি