Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বাবাকে ছুরিকাঘাতের অভিযোগে মাদকাসক্ত ছেলে কারাগারে 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

বাবাকে ছুরিকাঘাতের অভিযোগে মাদকাসক্ত ছেলে কারাগারে 

দিনাজপুরের খানসামায় বাবাকে ছুরিকাঘাতের অভিযোগে তাঁর মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে ওই যুবককে কারাগারে পাঠানো হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী এলাকায় এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত মজিবর রহমান (২৫) ওই এলাকার সাবান আলীর (৮০) ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে মাদকাসক্ত অবস্থায় মজিবর রহমান বাবাকে গালিগালাজ করতে থাকেন। সাবান আলী ছেলের এমন আচরণে প্রতিবাদ জানালে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মজিবর রহমান ছুরি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে সাবান আলী গুরুতর আহত হন। এ সময় প্রতিবেশী শাহিন ইসলাম (২২) ও অবিল আলী (৪০) এগিয়ে এলে তাঁদের ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন। 

পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে খানসামা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিবরকে থানায় নিয়ে যায়। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়। 

বাবা সাবান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ছেলের হাতে কোনো বাবা নিরাপদ নয়। তাই সংশোধনের সুযোগ দিতে থানার পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছি। পরিবারের পক্ষ থেকে জামিন না চাওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাবাকে ছুরিকাঘাতের চেষ্টার খবরে মাদকাসক্ত অবস্থায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। পরে ১৫১ ধারায় তাঁকে আদালতে তোলা হয়।

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি