Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ 

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে উম্মে কুলসুম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কিশোরপুর বকসিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ মমিলা বেগম নামে একজনকে গ্রেপ্তার করে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক মামলা ও একজনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত উম্মে কুলসুম থেতরাই ইউনিয়নের কিশোরপুর বকসিপাড়ার সামছুল ইসলামের স্ত্রী। 
 
মামলা সূত্রে জানা গেছে, কিশোরপুর বকসিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম ও ছোট ভাই সামছুল ইসলাম একই বাড়িতে বসবাস করে আসছিলেন। উভয়ে একই বাড়িতে থাকার কারণে প্রায় প্রতিদিন রফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (৪০) ও সামছুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুমের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকেলে পারিবারিকভাবে তা মীমাংসা করা হয়। আমিনা বেগম মারামারির বিষয়টি মোবাইল ফোনে পার্শ্ববর্তী এলাকায় তাঁর বাবার বাড়িতে জানান। 

মামলা সূত্রে আরও জানা গেছে, পরে রাতে বড় বোন মমিলা বেগম (৪২) ও মা উম্মে কুলছুম মেয়ে আমিনা বেগমের বাড়িতে আসেন। এরপর তিনজন উম্মে কুলসুমের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরই একপর্যায়ে মমিলা বেগম, উম্মে কুলছুম ও আমিনা বেগম উম্মে কুলসুমকে মারধর শুরু করলে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় স্বামী সামছুল ইসলাম ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় উম্মে কুলসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সামছুল আলম রোববার বাদী হয়ে মমিলা বেগম, উম্মে কুলছুম, আমিনা বেগম ও আমিনা বেগমের বাবা মুকুল তেলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মমিলা বেগমকে গ্রেপ্তার করে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, উম্মে কুলসুম নামের ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে