Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাতে হবে: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি 

বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাতে হবে: সারজিস আলম
তেঁতুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। গতকাল বুধবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তেঁতুলতলায় সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি।

এ সময় সারজিস আলম বলেন, ‘আমেরিকার মতো একটি দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মতো একটি দেশের কোনো নীতির ওপর নির্ভর করে না। তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেশের স্বার্থ সামনে রেখে। তাদের কাছে শিক্ষা নিয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করা উচিত। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে দেশের মানুষের স্বার্থ সামনে রেখে। আমেরিকায় যে দলই জয়যুক্ত হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’

এই ছাত্রনেতা আরও বলেন, ‘রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ফ্যাসিস্টদের দোসর। এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ফ্যাসিস্ট খুনির দোসর বসে থাকতে পারে না। চুপ্পুকে না হটানো পর্যন্ত শহীদদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ হবে না।’

সারজিস আলম বলেন, ‘যাঁরা এই অভ্যুত্থানে আমাদের সমর্থন দিয়েছেন, সারা দেশের জেলা-উপজেলাগুলোতে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছি। আমরা তাঁদের কাছে পাওয়া মতামতগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব। উপজেলাগুলোতে আমাদের পরিদর্শন কার্যক্রম তেঁতুলিয়া উপজেলার মাধ্যমে আজ শুরু হলো। দেশের কোথাও উন্নয়নে আর বৈষম্য হবে না।’

এ সময় সারজিসের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু