নীলফামারীর ডিমলায় ৩১০ বস্তা ভেজাল সার জব্দের পর (ডলোমাইট পাউডার) মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব নকল সার ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী।
কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী জানান, উপজেলার ওই বাজারে সার ব্যবসায়ী ফজির হোসেন দীর্ঘদিন ধরে সার ব্যবসা করে আসছেন। কয়েক দিন আগে ওই সারের দোকান থেকে ডলোমাইট পাউডার সার জব্দ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাব টেস্টে সারগুলো মানসম্মত নয়, ভেজাল সার বলে প্রমাণিত হয়েছে।
উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকানে মজুত রাখা ৩১০ বস্তা সার জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ভেজাল সার মজুত ও বিক্রি করায় ওই সার ব্যবসায়ী ফজির ইসলামকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ফারজানা আকতার বলেন, প্রান্তিক কৃষকেরা এসব ভেজাল সার মানসম্মত মনে করে জমিতে প্রয়োগ করে। কিন্তু ভেজাল সারের ফলে কৃষকেরা কাঙ্ক্ষিত ফসল পায় না, পাশাপাশি কৃষকেরা প্রতারিত হচ্ছে। ভেজাল সার মজুত ও বিক্রি রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।