হোম > সারা দেশ > রংপুর

মাদক থেকে ফেরাতে ছেলেকে পুলিশে দিলেন মা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

মাদকাসক্ত ছেলেকে মাদক থেকে ফেরাতে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বিষয়টি নিশ্চিত করেন। 

মাদকাসক্ত ওই ব্যক্তির নাম মাসুদ রানা (৩৫)। তিনি ভূটকা গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। 

মাসুদ রানার পরিবার সূত্র জানা যায়, মাসুদ রানা প্রতিদিন মাদক সেবনের টাকার জন্য তার স্ত্রী, দুই সন্তান ও মায়ের ওপর অত্যাচার করে। রোববার বাড়িতে বসে মাদক সেবনের সময় মাসুদ রানাকে তার মা পুলিশের হাতে তুলে দেন। 
 
মাসুদ রানা বলেন, ‘আমি বুঝতে পারছি মাদকসেবন করে এসে আমার মা, স্ত্রী, সন্তানদের ওপর অত্যাচার করা ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি কারাগার থেকে বের হয়ে ভালো হয়ে যাব।’ 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, মাসুদ রানার মায়ের অভিযোগে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে তার বাড়ি থেকে মাদকসেবনের সময় আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলায় তাকে মাদক আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন