কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হবে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলা শিলখুড়ি ইউনিয়ন কালজানি নদীর পূর্ব তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জেলেরা নদীতে মাছ ধরার সময় মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আশরাফুল ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার চৌকুশি বলরামপুর গ্রামের শফি উদ্দিনের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা মরদেহটি ভারতীয় নাগরিক আশরাফুল ইসলামের। আজ শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।