হোম > সারা দেশ > সিলেট

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

সিলেট প্রতিনিধি

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক দুজন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত পিলার ১২৩৪/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই দিনে বিভিন্ন অভিযান চালিয়ে ভারতীয় চিনি, গরু, চা-পাতা, মদ, ফেনসিডিলসহ অন্যান্য পণ্য জব্দ করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন ভারতের ইস্ট খাসিয়া হিলের সাইগ্রাম থানার কালাটেকের ডালিয়াবস্তি গ্রামের বাসিন্দা করল গারো (৪৫) ও মালুছ গারো (৩০)।

জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি বিপুল চোরাই পণ্য জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেনসিডিল ও শিং মাছ। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। আটক ভারতীয় নাগরিকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ মালপত্রের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

শমশেরনগর স্টেশনে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

সেকশন