নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট শহরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। গলায় বাল্বের মালা ঝুলিয়ে তিনি শহরে পদযাত্রা করেছেন।
আজ বুধবার সকাল ১১টার দিকে নগরের সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অফিস পর্যন্ত পদযাত্রা করেন মোহাম্মদ এহছানুল হক তাহের নামের এই ব্যক্তি।
তিনি সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া ২০১০ সালে তিনি জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠকের পদক পান।
পদযাত্রার আগে তাহের বলেন, সিলেট নগরে প্রায় এক মাস ধরে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। প্রচন্ড গরমে সাধারণ মানুষ নাজেহাল। এর মধ্যে দিনে ও রাতে ২৪ ঘন্টায় প্রায় ১০-১২ বার বিদ্যুৎ এর লোডশেডিং হয়।
লোডশেডিং বন্ধ না হওয়া পর্যন্ত এই দাবি নিয়ে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাহের জানান, লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। অন্যথায় সিলেটের জনসাধারণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।