Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় শাবিপ্রবির দুই দলের রৌপ্য পদক লাভ

শাবিপ্রবি প্রতিনিধি

আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় শাবিপ্রবির দুই দলের রৌপ্য পদক লাভ

আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইটি দলের ছয় সদস্য। আজ শনিবার বিকেলে রৌপ্য পদক প্রাপ্ত দলের মেন্টর পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ প্রতিযোগিতায় ‘প্রবলেম এ’ ক্যাটাগরিতে রৌপ্য পদক প্রাপ্তরা হলেন— মো. শাকিল হোসাইন, কাজী মাহমুদুর রহমান ও সৌরভ সমাদ্দার। ‘প্রবলেম বি’ ক্যাটাগরিতে রৌপ্য পদক লাভ করেছেন মো. সুমন আহমদ, ফাহিম আহমেদ ও গগন চন্দ্র। তাঁরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, গত বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশনের ওয়েবসাইটে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্ধারিত সমস্যা সমাধান করে সমাধান রিসার্চ পেপার আকারে ই-মেইলের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে। তাঁদের এই অর্জনে আমি তাঁদের অভিবাদন জানাই। 

জানা যায়, গত বছরের ৫ ও ৬ নভেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিল। এর মধ্যে শাবিপ্রবিসহ দেশের প্রায় সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকগুলো দল অংশগ্রহণ করে। এ বছর শাবিপ্রবিতে দুটি রৌপ্য ও চারটি বোঞ্জসহ মোট ছয়টি দল বিজয়ী হয়েছে। 

উল্লেখ, যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে অনলাইনে এ প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সহস্রাধিক দল অংশগ্রহণ করে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৩টি টিম ‘সিলভার মেডেল’ অর্জন করে। তাঁর মধ্যে দুইটি টিম শাবিপ্রবির।

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারি, আহত ৩

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত

সীমান্তে ভারতীয় গরু-মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ