হোম > সারা দেশ > সিলেট

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুই জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। 

আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ও ১৮ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি), বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালায়। 

এসব অভিযানে ৩২টি ভারতীয় থ্রি–পিস, লেহেঙ্গা ২১, চিনি ৬ হাজার ৫০০ কেজি, ৬টি গরু, চকলেট ১৯২ বক্স, সিগারেট ফিল্টার ১ লাখ, মদ ৮২৭ বোতল, বিয়ার ২ বোতল, বাংলাদেশি রসুন ১ হাজার কেজি, কাঁচা মরিচ ১৯২ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি ও ১টি ইঞ্জিনচালিত ট্রলিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানের মালামাল বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

সেকশন