মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ট্রলার থেকে মনাই নদে পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া গ্রামের পাশে মনাই নদী থেকে ওই তরুণের মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বংশীকুণ্ডা বাজার থেকে ট্রলারে করে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে সানুয়া গ্রামসংলগ্ন মনাই নদে নিখোঁজ হন ওই তরুণ।
নিখোঁজ তরুণের নাম সাফেল মিয়া (১৮)। তিনি কাউয়ানি গ্রামের মৃত আলী নূরের ছেলে।
বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সামাদ আজাদ বলেন, ট্রলার থেকে মনাই নদে পড়ে নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকাবাসী তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়।
এলাকাবাসী জানায়, রাতভর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে কয়েক শ মিটার দূরে ভাসমান অবস্থায় নিখোঁজ তরুণের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে এলাকাবাসী।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’