Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

মৃত্যুর ৪ মাস পর অধ্যাপক সাইফুদ্দীনকে মাউশিতে পদায়ন

সিলেট প্রতিনিধি

মৃত্যুর ৪ মাস পর অধ্যাপক সাইফুদ্দীনকে মাউশিতে পদায়ন

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ প্রায় সাড়ে ৪ মাস আগে মারা গেছেন। তবে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পদায়ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত ২৪ মে মারা যান এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। তাঁর হার্টের সমস্যা ছিল। এরপর থেকে তাঁর পদটি শূন্য হয়ে যায়।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ জন শিক্ষককে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি/পদায়ন করা হয়। এতে দেখা যায়, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদকে উপাধ্যক্ষ পদ থেকে মাউশি অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এটা আসলে মিনিস্ট্রি আজগুবি কারবার করেছে। এই নামটা কেন দিল, কীসের জন্য করল বুঝলাম না। মাউশি, মিনিস্ট্রি সব জায়গায়ই এটা জানানো হয়েছে। এরপরও তারা মৃত মানুষকে জীবিত করে ফেলছে।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আচ্ছা, আমরা ঠিক করে দিচ্ছি। ভুল হতে পারে।’

পরে তিনি বলেন, ‘আপনার তথ্য সঠিক। ওইটা তো আমরা কলেজের ওয়েবসাইট থেকে দিই, ওখানে এখনো আছে। এটা আমরা কারেকশন করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য।’

দেড় কেজি তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক

হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার