Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৩৪৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৫

সিলেট প্রতিনিধি

সিলেটে ৩৪৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৫

সিলেটে অবৈধভাবে আনা ৩৪৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার পৃথক দুটি অভিযানে এসব জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২১ হাজার ৪০০ টাকা। 

পুলিশ জানায়, গতকাল সকালে সিলেট-এয়ারপোর্ট সড়কে গোয়াইনঘাট উপজেলা থেকে সিলেটের উদ্দেশে একটি ট্রাক আসে। সেখানে দায়িত্বরত এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ওই ট্রাকে ১০৯ বস্তা ভারতীয় চিনি (৫ হাজার ২৩২ কেজি) উদ্ধার করেন। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা। এ সময় ওই ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার টেকনাগুলের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহান মিয়ার ছেলে হৃদয় আহমেদ (২১), হবিগঞ্জের নবীগঞ্জের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)। 

এদিকে গতকাল রাতে শাহপরান (রহ.) থানা এলাকার সুরমা গেট এলাকায় বটেশ্বর এলাকা থেকে একটি ট্রাক নগরের দিকে আসে। এর আগে খবর পেয়ে শাহপরান (রহ.) থানা-পুলিশ সেখানে টহল বসায়। পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ির চালক তাঁর গাড়িতে ভারতীয় চিনি আছে বলে জানান। 

তখন পুলিশ ট্রাকটির চালক ও চালকের সহকারীকে ভারতীয় চিনি অবৈধভাবে পরিবহন করার কারণে গ্রেপ্তার করে। ট্রাকটিতে তল্লাশি করে ২৩৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে ১১ হাজার ৬১৩ কেজি করে চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯৩ হাজার ৫৬০ টাকা। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকটির চালক দিনাজপুরের বীরগঞ্জের মৃত আব্দুল মালেকের ছেলে মো. মাসুদ মিয়া (৪৪) এবং ট্রাকটির সহকারী মৃত জালাল উদ্দিনের ছেলে মো. মোকারম হোসেন (৩৪)। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত চিনি এবং পরিবহনকাজে ব্যবহৃত ট্রাকগুলো পুলিশ জব্দ করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারপোর্ট ও শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

দেড় কেজি তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক

হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার