Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পাথরের নিচে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পাথরের নিচে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড়

সিলেটে চিনির পর এবার পাথরের নিচে মিলল প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়। চোরাকারবারিরা ট্রাকে পাথরচাপা দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ কাপড়ের চালানটি জব্দ করে। 

গতকাল সোমবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে ট্রাক আটকে কাপড়ের চালানটি জব্দ করে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ। এ সময় ট্রাক চালক ও এক সহযোগীকে আটক করা হয়। অপর এক চোরাকারবারি পালিয়ে যায়। 

আটকেরা হলেন—রাজশাহী জেলার মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল ইসলাম (৩২) ও একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম (২৪)। এ সময় গাড়ি থেকে চোরাকারবারি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর হাউতপাড়ার রফিকের ছেলে তাহের (২৫) পালিয়ে গিয়েছে বলে পুলিশকে জানিয়েছে আটকেরা। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় চালক ট্রাকে পাথর বোঝাই করে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু পুলিশের সন্দেহ হলে ট্রাকে থাকা পাথর সরাতে নিচে থেকে কাপড়ের চালান বের হয়ে আসে। 

পরে ট্রাক থেকে ৬১টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২টি ভারতীয় শাড়ি ও ২০২টি লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধার করা কাপড়ের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা।

দেড় কেজি তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক

হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার