সিলেটে দুই হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তানভীর আলী (২৩) শাহপরান (র.) থানার আটগাঁওয়ের বাসিন্দা।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার নাইওরপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। সেখানে তল্লাশি করে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি চিনি ছিল। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার জানান, আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।