Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

লেগুনা-পিকআপ সংঘর্ষ: আবারও সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধ 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

লেগুনা-পিকআপ সংঘর্ষ: আবারও সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধ 

আবারও সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ রিপোর্ট (রাত ৯ টা) লেখা পর্যন্ত অবরোধ চলছিল। এর আগে বেলা ১১টায় সিলেটের জৈন্তাপুর তামাবিল মহাসড়কে লেগুনা–পিকআপ সংঘর্ষে পাঁচ মাসের শিশুসহ ৬ জন নিহত হয়। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

নিহতরা হলেন-উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মঙ্গলী পাত্র (৫০), সুচিতা পত্র (৩৫), বিজলী পাত্র (৫ মাস), ঋতু পাত্র (৩৫), শ্যামলাল পাত্র (৩৬), সাবিতী পাত্র (৩৫)। অপর দিকে আহতরা হলেন-প্রনতি পাত্র (৩৫), পুশ পাত্র (৪০)। 

স্থানীয়রা জানান, পুশ পাত্রের পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা স্থলে হরিপুর অভিমুখে গরু বোঝাই একটি পিকআপের সঙ্গে চিকনাগুল থেকে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই জনসহ মোট ছয়জন নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহারুল আলম বাহার, যুবলীগ নেতা কুতুব আলী প্রমুখ। 

দুর্ঘটনার পর হতে বেলা ২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় লোকজন। পরে প্রশাসনের ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০

বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কে যান চলাচল বন্ধ, ১২ ঘণ্টা পর সচল

জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে