শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সজীব আহমেদ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নির্বাচিত হয়েছেন। গত শনিবার বিএনসিসির কুমিল্লার ময়নামতি রেজিমেন্টে তাঁকে এই পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি ক্যাডেট সার্জেন্ট পদে ছিলেন।
সজীব শাবিপ্রবির বাংলা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বেড়েরবাড়ী গ্রামে।
পদোন্নতি পাওয়ার বিষয়ে সজীব বলেন, ‘বিএনসিসি একটি সুশৃঙ্খল স্বেচ্ছাসেবী সংগঠন, যা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই। এ ছাড়া আমার অধীনস্থ সব ক্যাডেটকে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করতে চাই।’
শাবিপ্রবি প্লাটুনের প্রধান ও ৭ বিএনসিসি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন অধ্যাপক মো. আশ্রাফুল করিম বলেন, ‘সজীবের এই প্রাপ্তিতে আমরা আনন্দিত। আমি আশা করি তিনি তাঁর যোগ্যতা ও মেধা দিয়ে প্লাটুনকে আরও সমৃদ্ধ করবেন।’