কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও জাল ভোটের অভিযোগ এনে মৌলভীবাজার-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন ভোট বর্জন করেছেন।
আজ রোববার (৬ জানুয়ারি) দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে একটি চিঠি পড়ে এই ঘোষণা দেন তৃণমূল বিএনপির এই প্রার্থী।
নির্বাচন বর্জন করার বিষয়ে তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন বলেন, ভোটের দিন নৌকা মার্কার সমর্থকেরা জাল ভোট দিচ্ছেন। একই সঙ্গে আমার এজেন্ট বের করে দিয়েছেন ভোট কেন্দ্র থেকে। নির্বাচনের আগে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বললেও ভোটের দিনদুপুর থেকে নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ আর থাকেনি। এ জন্য আমি ভোট বর্জন করলাম।