সিলেট প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কাল বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে। আজ রোববার এ কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—উপজেলার মাইজগাঁও, রাজনপুর, পিটাইটিকর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার, পশ্চিম বাজার, কটালপুর, দণ্ডি, নারায়ণপুর, চানপুর, আখড়াঘাট, ফেরীঘাট, পালবাড়ী, ভাটেরা, ইসলামনগরসহ ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের সব এলাকা।
এক বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম সনৎ কুমার বলেন, বিভিন্ন উপকেন্দ্র ও ফিডারের রক্ষণাবেক্ষণকাজের জন্য কাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।