Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি আহত

সিলেট প্রতিনিধি

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি আহত

সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, চোরাই পথে ভারত থেকে চিনি আনতে গিয়ে তিনি খাসিয়াদের গুলিতে আহত হন। তবে তাঁর স্বজনদের দাবি, সীমান্তের ভারতের অংশ থেকে লাকড়ি আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। 

আহত ব্যক্তির নাম বিশদ খান্দজানি (৩০)। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের তুরংয়ের কুলিবস্তির মৃত বাবু চন্দের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। এত দিন রাতের আঁধারে চিনি চোরাচালান হলেও এখন তা দিনদুপুরে পুরোদমে শুরু হয়েছে। নিত্যদিনের মতো গতকাল শুক্রবার বিকেলে চিনি নিয়ে আসার জন্য ১২৫৯/২ এস পিলারের ওপারে যান ২০–২৫ জন বাংলাদেশি। সীমান্তের ওপারে একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার চোর মনে করে তাঁদের দিকে গুলি ছোড়েন। 

এ সময় ওই এয়ারগানের গুলি বিশদ খান্দজানির পেটে লাগে। গুলিটি সরাসরি তাঁর পেটের একপাশে লেগে কিছুটা আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালানোর সময় তাঁদের পায়ের নিচে পড়ে যান বিশদ। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পরে তাঁকে এপারে নিয়ে আসা হয়। 

বিশদ খান্দজানির বাড়িতে খবর নিয়ে জানা যায়, তাঁকে গতকাল রাতে চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দমদমা ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জানতে বিশদের পরিবারে লোকজন পাঠিয়েছিলাম। তাঁরা জানিয়েছেন, লাকড়ি আনতে গিয়েছিলেন বিশদ। এখন সে সুস্থ আছে।’

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

জগন্নাথপুরে ডাকাতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

জাফলংয়ে জুমপাড় বাঁধ রক্ষার দাবি, চার দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত