হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ–শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেসের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে করে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় অন্ততদ ১০ জন আহত হয়েছেন। আমরা খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছি।’