হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার হাওর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিবন রাণী দাশের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামের পাশে একটি হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, রিবন রুপা দাশের ব্যাগে তিনটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এর মধ্যে একটি বোতলর অর্ধেক খালি। পুলিশের ধারণা, তিনি হয়তো অর্ধেক বোতল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
রিবন রাণী দাশ ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বামৈ মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রভাষক অজয় দাশের স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে।