জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। আজ শুক্ররা পৃথক অভিযান চালিয়ে চিনিগুলো জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানা-পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর থানার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের শ্যামপুর ও চান্দঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।